মৌলভীবাজারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার ১৫ মার্চ সকালে পৌর মিলনায়তন কক্ষে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
 

মৌলভীবাজার পৌর প্রশাসক বুলবুল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন।


বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা: মামুনুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
 

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: মামুনুর রহমান বলেন, মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করতে ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৫৯০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২০ হাজার ৮৭৫ জন শিশুকে ১ হাজার  ৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানো হবে। যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে।


তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
 

 

 

সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-১৩