যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ—৩ আসনে বিএপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ দেশে ফিরেছেন।

 


শনিবার দুপুরে তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানি বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে তাঁকে বিপুল সংখ্যাক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান।

 

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন সহ সিলেট, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়ছর এম আহমদ জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকার বাসিন্দা।

 

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সফরসঙ্গী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা বলেন, আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় আমরা দেশে ফিরেছি।

 

তিনি আরও জানান, আমাদের নেতা কয়ছর আহমদ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় দলীয় সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিবেন। আগামী ২৮ মার্চ তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি