দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের প্রথম শ্রেণীর সংবাদপত্র এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের জামিয়া ইসলামিয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদরাসার অফিস কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ মাওলানা শায়খ নাসির উদ্দিন।


মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন উদ্দিন (রহ.) মাজার মসজিদের পেশ ইমাম মুফতি ইলিয়াস আহমেদ, শিক্ষক তরিকুল ইসলাম, মাওলানা তাওছির আহমেদ, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বাংলাদেশ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি, বিশিষ্ট সংবাদপত্রসেবী মো. ইসমাইল হোসেন, আলমগীর এন্টারপ্রাইজের পরিচালক মো. হাফিজ উল্লাহসহ মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব ইমরান হোসেন মিন্টু, যুক্তরাজ্য প্রবাসী কাউসার আহমদ, কানাডা প্রবাসী ইমরান হোসেন, কানাডা প্রবাসী শাকিল আহমদ, অ্যাডভোকেট আহসান হাবিব, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে