সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘দেশে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে। পরাজিত শক্তিরা বসে নেই, দেশকে অস্থিতিশীল করতে তারা নানা অপতৎপরতা চালাচ্ছে। অন্যদিকে অন্তবর্তী সরকার প্রশাসনে শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, পুলিশ সঠিকভাবে কাজ করছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, ডাকাতি বেড়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার জরুরি। সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহনা করা যাবে না। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে।’
গতকাল শনিবার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আহবায়ক কমিটি বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়সল চৌধুরী।
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। বিএনপি নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা ফাঁদে পা না দিয়ে সতর্ক থেকে দলের জন্য কাজ করতে হবে। আগামী নির্বাচন সহজ হবে না। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে।’
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক মো. ফাহিম শাকিল অপুর সভাপতিত্বে ও সদস্য সচিব এমএ হাছনাত তাপাদার জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় জাসাসের উপদেষ্টা আজমল হোসেন কুনু, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমান মুজিব, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছারওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর হাছান তালুকদার রিংকু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহছান জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, আজমল হোসেন তৌহিদ ও হাবিবুর রহমান হাবিব, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমদ ও জাহিদ হাসান, সিলেট জেলা যুবদলের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক খয়রুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মইনুল রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সহিদুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রোহান, উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মুন্না, মাহতাব উদ্দিন, রুবেল আহমদ, রেদোয়ান হোসেন প্রমুখ।
এদিকে, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বিয়ানীবাজার উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মো. ফাহিম শাকিল অপুকে আহবায়ক ও এমএ হাছনাত তাপাদার জামিলকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির ছাইদুল ইসলাম, আফছর আহমদ, জামিল আহমদ, আহাদ আহমদ জাবলু, ইকবাল আহমদ, মুহিবুর রহমান, আব্দুল মুকিত, রেজা আহমদ, মাহবুবুল আলম সাহেল, রাসেল মস্তফা চৌধুরী প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮