সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা দিয়েছেন পবিত্র রমজান মাসে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে বিএনপি ইফতার করবে। আপনারা নিশ্চয়ই জানেন বিগত ১৭ বৎসরের  রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের বিদায় হয়েছে। দীর্ঘ আন্দোলনে এ দেশের মানুষ বিএনপির সাথে ছিল বিধায় জুলাই আগষ্টের অভূথানের মধ্য দিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষের ভোটের অধিকার ফিরে পাবে। আমরা সেদিকে হাটছি।’


শনিবার সিলেটের  ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে কথা গুলো বলেছেন।

স্হানীয় কমিউনিটি সেন্টারের সম্মুখে ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায়  সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি শাহাদ মিয়া মেম্বার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অহিদুজ্জামান চৌধুরী ছুফি, উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী,  প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহীন আহমদ,  উপজেলা কৃষকদলের সদস্য সচিব মুছা রাজা, বিএনপির যুগ্ন সম্পাদক রুহুল আমিন, যুগ্ন সম্পাদক আছাদুর রহমান রুহেল,  উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির  সভাপতি সন্জিদ আলী বিএনপি নেতা সিরাজুল ইসলাম সাজুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রাফি।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর কুশিয়ারা  ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ডা: আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা দুলাল মিয়া, যুবদল নেতা রুহেল আহমদ, শাহজাহান আহমদ,  কৃষকদল নেতা শামীম আহ,আহমদ, ছাত্রদল নেতা ছাত্র দল নেতা শেখরুল ইসলাম, আশরাফ হাসান,সজিবুর রহমান,নয়ন মিয়া প্রমুখ।
 

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-৩০