হবিগঞ্জে তাজুল হত্যা মামলার আসামি মারুফকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


শনিবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯।



গ্রেফতার মো. মারুফ মিয়া (৩৭) হবিগঞ্জের বাহুবল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।


র‍্যাব জানান, গ্রেফতার আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-০৮