সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং নগরীর পূর্ব জিন্দাবাজারের আর.বি কমপ্লেক্সের স্বত্তাধিকারী আবদুল মঈনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটভিউ২৪ডটকম পরিবার।
নিউজ পোর্টালটির সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, আবদুল মঈন স্যার ছিলেন মানুষ গড়ার কারিগর। তাঁর অসংখ্য ছাত্র দেশের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত। অত্যন্ত পরহেজগার, সৎ ও নীতিনৈতিকতাসম্পন্ন ব্যক্তি হিসেবে সিলেটবাসীর কাছে তিনি সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন আদর্শবান ব্যক্তিকে হারালো।
সিলেটভিউ২৪ডটকম/এসডি-১৪