সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেট এর প্রতিটি এলাকার মানুষ আজ কষ্টে জীবন যাপন করছে। বিগত ফ্যাসিস্ট সরকার এর আমলে লুটপাট আর গনতন্ত্রহীনতা ছাড়া আর কিছু উপহার পায়নি মানুষ।’
তিনি রবিবার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠন এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুন্না আহমদ দুদুর পরিচালনায় বিশাল এই ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ রিপন, উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, যুগ্ম- সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ব্যাবসায়ী ও সমাজসেবী ফয়সল আহমদ রনি, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা যুবদল নেতা রেজাউল কবির, উপজেলা ছাত্রদল নেতা সুলতান আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন।
এমরান চৌধুরী আগামী নির্বাচনে উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনিতীকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তারেক রহমান এর নেতৃত্বে বিএনপির পতাকাতলে সবাইকে সমবেত হওয়ার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬