শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
রবিবার পুর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ দোয়া ও ইফতারটি অনুষ্টিত হয়।
শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাহারের যৌথ সঞ্চালনায় শ্রীরামসির বিভিন্ন উন্নয়ন ও আগামির নানান কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্টিত হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলাম মোহাদ্দিস।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর হারুন মিয়া, নুরুল হক লালা মিয়া, আমির হোসেন, আবর আলী, হারুন মিয়া, আঙুর আলী, হেলাল উদ্দিন আলী, আনিক মিয়া, সিরাজুল হক, আলী আক্কাস, আজিজুল হক মন্তেস্বর আনছারুল হক, রেকন আলী, মোজাহিদ আলী, মাসুক আলী, আব্দুল আহাদ, আব্দুল কামাল, মুসলিম আলী, আফজ্জুল আলী, জমসেদ আলী, আলী আশরাফ, আলী হোসেন, ছানু মিয়া, এস রহমান জয়, মুবিন হোসেন, এস রহমান মিয়াদসহ আর অনেকে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮