বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় জকিগঞ্জ আওয়ামী লীগের আরও ৬ নেতাকর্মী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
সোমবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদেরকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়। এ চারটি রাজনৈতিক মামলায় রোববার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে মহামান্য আদালত ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সোমবার আরও ৬ আসামি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করলে মহামান্য আদালত ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মৃদুল দত্ত।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, যুবলীগ নেতা এটিএম ফয়সল, শামিম আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, ইকবাল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-২৮