সিলেটের ওসমানীনগরে প্রচারপত্র বিতরণকালে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৭ মার্চ) সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত কওছর মিয়া (২৮)। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র।


জানা গেছে, রবিবার ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রচারপত্র বিতরণকালে নিজের গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় অসন্তোষ প্রকাশ তাহসিনা রুশদির লুনা। নিজের গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা কেন এখনো গ্রেফতার হলো না? মামলার আসামীরা কোথায় আছে? তাদেরকে ধরে অবিলম্বে গ্রেফতার কারার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। সোমবার বিকালে রুশদির লুনা গাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন ভুক্ত আসামী কওছর মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো পক্রিয়াধীন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-৩১