সিলেটে ৭৪ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পণ্যসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে একটি কাভার্ড ভ্যান।

 


গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাট জেলার রামপাল থানার পিত্যে এলাকার তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) এবং একই এলাকার মোঃ বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭)।

 

পুলিশ জানায়, গত রবিবার (১৬ মার্চ) রাতে শাহপরাণ থানার সুরমা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজিঃ নং- খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করে এতে তল্লাসী চালিয়ে ৭৪ লাখ ৫৪ হাজার ২শ ৪০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়।

 

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে রেড বুল এনার্জি ড্রিংক ৪ হাজার ৫৩৬ পিস, নেহা ফাস্ট কালার মেহেদী ১৪ হাজার ৪শ পিস, এসটি ব্যান্ডের চশমা ৫ হাজার ৮শ ২০ পিস, ভারতীয় শাড়ি ৩শ ৫৪ পিস, ভারতীয় থ্রি-পিছ ২শ ৭৬ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৩ পিস এবং ভারতীয় জামা (ছোটদের টু-পিস) ৪২ পিস।

 

এ ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সানি