চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ছিনতাইকারী চক্রটি ছুরির ভয় দেখিয়ে সাধারণ মানুষ থেকে সব কিছু লুটে নিত।  সোমবার (১৭ মার্চ) তাদের চট্টগ্রামের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 



গ্রেপ্তার আসামিরা হলেন মো. সোহেল কাউছার (২৫), মো. জালাল হোসেন বাচা মিয়া (৩৫), মো. তানভীর তোফাজ্জল (২২), সাকিব (২০) ও মো. নুর নবী (২০)। এই সময় তাদের কাছ থেকে চারটি ছোরা জব্দ করা হয়েছে।  

 


চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কোতোয়ালি থানার পুরাতন স্টেশনসংলগ্ন গ্রামীণ মাঠের নার্সারি এলাকায় কয়েকজন ছিনতাইয়ের উদ্দশ্যে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারটি ছুরিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

 


তিনি বলেন, আসামিরা চিহ্নিত ছিনতাইকারী। তারা সুযোগ বুঝে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে থাকে। তারা রাতের অন্ধকারে বিভিন্ন পথচারীদের নিকট থেকে দামি জিনিসপত্র, টাকা ও মোবাইল ছিনতাই করে থাকে। তারা মূলত ছোট ছুরির ভয় দেখিয়ে ছিনতাই করে থাকে। ছোট ছুরি সহজে বহন করা যায় বলে তারা ছিনতাই কাজে টিপজাতীয় ছুরি ব্যবহার করে থাকে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক