আজ ১৮ মার্চ, ১৭ রোজা। মঙ্গলবার।
এ দিনের সিলেট ও তৎপাশ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারের সময় ৬টা ০৬ মিনিট।
রোজা জাহান্নাম থেকে রক্ষা করবে
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তায়ালা তাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন।"
(বুখারি, হাদিস: ২৮৪০, মুসলিম, হাদিস: ১১৫৩)
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ সানি