সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বরে দখল হয়ে যাওয়া ৭০ একর সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।


এসময় ১০ নম্বর এলাকার সরকারি জমি দখল করে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। দখলমুক্ত করা সরকারি এই জায়গা আর কাউকে দখল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুননাহার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়। অভিযানে সরকারি জমি দখল করে গড়ে উঠা একশ'রও অধিক স্টোন ক্রাশার মেশিন এবং অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ, ২০২৩ সালে এই জায়গা দখলমুক্ত করে পর্যটনের মেঘা প্রকল্পের স্থান হিসেবে চিহ্নিত করে বাউন্ডারি দেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ৫ আগস্ট এই বাউন্ডারি ভেঙ্গে আবার দখল করে নেওয়া হয় প্রায় শতাধিক একর জায়গা।
 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুননাহার বলেন, সরকারি জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। অতীতে এমন অভিযান কখনো এখানে হয়নি। এবার যেহেতু সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এর পর এখানে আর কাউকে দখল করতে দেওয়া হবে না। টাইম টু টাইম মনিটরিং করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৩