হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগীর বেশ ধরে থাকা ভারতীয় এক নাগরিকের কাছ থেকে মদ ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

 


সোমবার (১৭ মার্চ) ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা থেকে আসা নজরুল ইসলাম ঢাকায় নামেন বিকেল সোয়া ৫টার দিকে।

 

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় তাকে সন্দেহ করা হয়। পরে তার দেহ তল্লাশী করে চার বোতল মদ ও লাগেজ থেকে ৩টি মোবাইল, ২০ কেজি কসমেটিক্স, থ্রিপিস, লুঙ্গি উদ্ধার করা হয়।

 

তবে মাদক বাদে বাকীসব পণ্যসহ তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতের রোগীর বেশ ধরেন নজরুল ইসলাম। প্রতারণার ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার আবেদন করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/সানি