আজ ১৯ মার্চ, ১৮ রোজা। বুধবার।

 


এ দিনের সিলেট ও তৎপাশ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোর ৪টা ৩৮ মিনিট ও ইফতারের সময় ৬টা ০৭ মিনিট।


কিয়ামতের দিন রোজা সুপারিশ করবে
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "কিয়ামতের দিন রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে।"
(মুসনাদ আহমদ, হাদিস: ৬৬২৬)

 


সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ সানি