দেশের প্রথম ও একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) মেট্রোপলিটন ইউনিভার্সিটির সকল শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ট্রাস্টিজ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ স্লোগানে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ এই সর্বাত্মক কর্মসূচির ডাক দিয়েছে ‘দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’। আগামীকাল (৭ এপ্রিল) সোমবার এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফিলিস্তিনসহ গোটা বিশ্বে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছেন তারা।
বিশ্বজুড়ে সংহতি জানিয়ে সবাই যাতে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ এই স্লোগানকে যথার্থ করে তোলেন এমন আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা বলছে, এই কর্মসূচির মাধ্যমে ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং প্রতিবাদ জোরালো হবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সাথে সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা ও সংহতি প্রকাশ করেছে।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে আগামীকাল সোমবার শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে এই প্রথম দেশের কোনোও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সংহতি জানিয়ে আগামীকাল সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে