নান্দনিক সাজসজ্জা, বাহারি পণ্যের বিপুল সংখ্যক স্টল, সবার উৎসাহ-উদ্দীপনা এমন দৃশ্যপট নিয়েই দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘গ্র্যান্ড ফেস্ট’। শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে ‘উৎসবে রঙিন’ শীর্ষক স্লোগানে এই ফেস্ট গত রোববার (১৩ এপ্রিল) সম্পন্ন হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ই-বিজনেস ক্লাব আয়োজিত এই গ্র্যান্ড ফেস্ট ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। ই-বিজনেস ক্লাব প্রতি বছর এ ধরনের আয়োজন করলেও এবার পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষের মুহূর্ত আয়োজনে ভিন্ন মাত্রা নিয়ে আসে।


আয়োজকরা জানান, গ্র্যান্ড ফেস্টকে ঘিরে অনুষ্ঠানস্থলকে নান্দনিক সাজে সজ্জিত করা হয়। ফেস্টে প্রায় ৩০টির মতো স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে হরেক রকমের পিঠা-পুলি, দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হয়।

ফেস্টে ছিল দেশের জাতীয় খেলা হা-ডু-ডুসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন। তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য আয়োজন করা হয় ব্যবসায়িক প্রতিযোগিতা এবং ই-বিজনেস সেমিনার।

গ্র্যান্ড ফেস্টে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কালচারাল ক্লাব এবং অন্যান্য মিউজিক্যাল ক্লাব সাংস্কৃতিক পরিবেশনা করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, ট্রাস্টি বোর্ড সদস্য জান্নাতুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ আশরাফুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমদ, একই বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানা প্রমুখ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ গ্র্যান্ড ফেস্ট উপভোগ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে