ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগাম বন্যা পাহাড়ি ঢলের আশংঙ্কায় দ্রুত হাওরের পাকা ধান কাতে কৃষকদের অনুরোধ জানিয়েছেন  প্রশাসক। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনে প্রেসব্রিফিংয়ে এই আহ্বান জানান জেলা প্রশাসক।

 


এসময় জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান, আমরা আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের একটি তথ্য পেয়েছি আগামী ১৮ এপিল থেকে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের পাশাপাশি সুনামগঞ্জের অভ্যন্তরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদনদী পানি বৃদ্ধির পাশাপাশি হাওরের অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে আতঙ্কিত না হয়ে আমরা কৃষকদের বলবো হাওরে পাকা ধান যেনো কালবিলম্ব না করে কেটে ফেলেন। ধান কাটতে গিয়ে শ্রমিকের সংকট দেখা দিলে আমরা ছাত্র প্রতিনিধি জানিয়েছে তারা তথ্য পেলে সহযোগিতা করবেন। এছাড়াও কৃষি বিভাগ কৃষকদের সেবায় সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেয়া আছে। সমস্যা হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সুনামগ‌ঞ্জে বোরো ধান ঘ‌রে তুলার আগ পর্যন্ত জেলা প্রশাসন ও কৃষি বিভা‌গের সকল কর্মকর্তা‌দের ছু‌টি বা‌তিল। এই বিভাগগুলোর সময়টাতে কোনো সরকারি কর্মকর্তারা ছুটিতে যেতে পারবেননা।

 

প্রেসব্রিফিং অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফা ইকবাল আজাদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/ শহীদনূর / মাহি