সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন (৩২) নামেন এক হাঁসের খামারির মৃত্যু। মঙ্গলবার বিকাল ৫ টায় গ্রামের পাশ্ববর্তী হাওরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গ্রামে আব্দুস সালাম।

 


নিহতের স্বজন ভাতগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবক একজন হাঁসের খামারি। তিনি হাঁসকে খাবার খাওয়াতে প্রতিদিন হাওরে যান। প্রতিদিনকার মতো আজ হাওরে হাঁস নিয়ে গিয়েছিলেন৷ বিকালে ঝড়ের কবলে পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তার। স্থানীয় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মুখলেছুর রহমান।

 

এরআগে বিকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের  নওয়াগাঁও গ্রামের জমসেদ আলীর ছেলে রাখাল দেলোয়ার হোসেন (৩৬) বজ্রাঘাতে মারা যান।

 

সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৮