সিলেটে এখন ঘরে বসে করা যাচ্ছে জিডি (সাধারণ ডায়েরি)। সিলেট মহানগর পুলিশের ৬টি থানায় প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে অনলাইন জিডি সেবা চালু করা হয় গতকাল ১৫ এপ্রিল থেকে। মুলত পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে চালু হলো সব ধরনের অনলাইন জিডি সুবিধা।


এসএমপির ছয় থানা হচ্ছে কোতোয়ালী মডেল থানা, জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.), দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা।



আগে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। তবে এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হচ্ছে।


সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার (চলতি দায়িত্ব) মো. আফজাল হোসেন সিলেটভিউকে বলেন, প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে দুটি স্থানে এ কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে সিলেট মহানগরী রয়েছে। আমাদের এসএমপির ছয়টি থানায় এখন থেকে এই সুবিধা পাওয়া যাবে। বিকাশ প্রতারণা, বিভিন্ন ধরনের হুমকি, আশঙ্কাসহ অন্যান্য বিষয়ে জিডি করা যাচ্ছে।


সিলেটভিউ২৪ডটকম / মাহি