মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌরসভার মেয়র মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় মানুষ প্রাণ খুলে নববর্ষ উদযাপন করতে পারে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদীর যে সংস্কৃতির তার আলোকে এবারের ভিন্নধর্মী বর্ষবরণ উদযাপিত হয়েছে। যা মানুষ প্রাণ খুলে উপভোগ করেছে।

তিনি মঙ্গলবার ( ১৫ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে প্রীতি ম্যাচ অনুষ্ঠানে এসব কথা বলেন।


মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলা বিএনপি কাবাডি দল বনাম পৌর বিএনপি কাবাডি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ উপভোগ্য খেলায় দর্শকদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। খেলায় সদর উপজেলা বিএনপি কাবাডি দল ৩৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়।

খেলায় পুরস্কার বিতরণ ও পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সঞ্চলনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত, বদরুল আলম, বকশী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, শ্যামলী সুত্র ধর, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ আহমদ, আব্দুল করিম ঈমানী, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, যুগ্ম আহবায়ক সরোয়ার মজুমদার ইমন, মৌলভীবাজার কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ প্রমুখ।

খেলা পরিচালনা করেন জেলা যুবদল নেতা ক্রীড়া সংগঠক জিল্লুর রহমান ও কাবাডি সংগঠক দোলোয়ার হোসেন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ অতিথিরা।

সিলেটভিউ২৪ডটকম/এজেএল