সিলেটের বিশ্বনাথে কর্মরত ‘জাতীয় ও স্থানীয় পত্রিকা’র সাংবাদিকদের এক যৌথসভা সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দের উপস্থিতি অনুষ্ঠিত সভায় ‘সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও বিশ্বনাথে সকল অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। বিশ্বনাথেও রয়েছে এর গৌরব উজ্জল ঐতিহ্য। এজন্য বিশ্বনাথে কর্মরত সাংবাদিকরা তিন সাংবাদিক সংগঠনের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার (দৈনিক যায়যায়দিন ও একাত্তরের কথা) সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালেরকণ্ঠ) ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান (দৈনিক আমাদের সময়) যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের (দৈনিক সিলেটের ডাক), সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক জালালাবাদ), তজম্মুল আলী রাজু (দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট), বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল ও সিলেট মিরর), বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ (দৈনিক মানব জমিন ও শ্যামল সিলেট), সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), নবীন সুহেল (দৈনিক কালবেলা), বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান (দৈনিক কাজির বাজার), বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান (দৈনিক দেশসেবা), নূর উদ্দিন (দৈনিক দিনরাত), আবুল কাশেম (ক্রাইম সিলেট), মোহাম্মদ নূরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), আহমদ আলী হিরন (দৈনিক ভোরের ডাক), আব্দুস সালাম মুন্না (সিলেট প্রতিদিন), সমুজ আহমদ সায়মন (দৈনিক মুক্ত খবর), সুজিত দেব (দৈনিক এশিয়া বানী), ফারুক আহমদ (দৈনিক ইনফো বাংলা), মাজহারুল ইসলাম সাব্বির (দৈনিক প্রথম বাংলা) বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য সালেহ আহমদ সাকি (স্টাফ রির্পোটার, দৈনিক শ্যামল সিলেট), আব্দুস সালাম (দৈনিক ইনকিলাব), আফজাল হোসেন (এনটিভি ইউরোপ), বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী (দৈনিক দেশ প্রতিদিন), তৌফিকুর রহমান হাবিব (দৈনিক গণমুক্তি), মো. আবদুল্লাহ (সাপ্তাহিক সবুজপ্রাপ্ত), কামরুল হাসান (দৈনিক বিজয়ের কণ্ঠ) প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / প্রণঞ্জয় / সানি