অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মত প্রকাশ করে থাকেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তও ভাগ করে নেন অভিনেত্রী।


বিয়ের পরে স্বামী আজমান নাসির সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে দেখা যায়। এই দম্পতি এবার ঘুরতে গেছেন ভারতের আন্দামানে। সেখানকার বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিচ্ছেন অনুসারীদের সঙ্গে।
 


স্বামীর সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে চমককে। স্বামীকে নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘সে এখন আগের মতো শুধু একজন মানুষ না, তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয় তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখব। পাশাপাশি একসঙ্গে থাকব, একসঙ্গে  নিশ্বাস নেব।’
 

গেল বছরের মাঝামাঝিতে বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন চমক। চমকে দিয়েছিলেন দেনমোহরের পরিমাণ জানিয়েও। মাত্র ৯ টাকা দেনমোহরে আজমান নাসিরকে বিয়ে করেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর চমক নিজেই জানিয়েছিলেন।
 

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার লাকি নাম্বার। যেহেতু আমার জন্মদিন ৯-ই জুলাই, তাই আমরা সিদ্ধান্ত নিই যে কাবিন ৯ টাকা রাখব। কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনোই বড় বিষয় নয়। আমাদের বিশ্বাস—ভালোবাসা ঐশ্বরিক, যা আমাদের সারাজীবন একসঙ্গে রাখবে।’
 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮