রহমত আলী, বয়স আনুমানিক ৪০ এর দাড়গোড়ায় ও ইসাক আলী, তার বয়স প্রায় ৪৫ এর মতো। দুজনেই কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকার বাসিন্দা আবার এই দুজনই কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার সাথে জড়িত।


সোমবার (১২ মে) রাতে কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দল উপরোক্ত দুই আলীর আখড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।



গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী ও সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)।


জানা যায়, কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি আভিযানিক দল উপরোক্ত দুই আলীর আখড়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাসী চালিয়ে তাদের কাছ থেকে ১১ হাজার ৬শ’ পিস ইয়াবা বড়ি, ২ কেজি গাঁজা, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ৮রিল ফয়েল পেপার ও নগদ ৯ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়েছে|


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন, কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে রহমত আলী ও ইসাক আলীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯ /এসডি-১৬