ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশের হাতে আটকের পর থানা হেফাজত থেকে এক আওয়ামী লীগ নেতার পালানোর ঘটনায় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে।

 


মঙ্গলবার (১৩ মে) রাতের মধ্যে তাকে ফরিদপুরের পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

এদিকে, থানা থেকে পালিয়ে যাওয়ার পর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিনকে (৫১) আবারো গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে নাসিরউদ্দিনকে একটি মাইক্রোবাসে করে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিনকে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কে তার টিনের দোকান থেকে সোমবার দুপুরের দিকে আটক করে পুলিশ। এর কয়েক ঘণ্টার মধ্যে তিনি থানা থেকে কৌশলে পালিয়ে যান বলে জানা যায়।

 

বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। পরে রাতেই ওসিকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী- আলফাডাঙ্গা সার্কেল) স্টেশনের বাইরে থাকায় কোন মন্তব্য করতে রাজি হননি।

 

তবে এর সত্যতা স্বীকার করে আলফাডাঙ্গা থানার সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘আসামি আটককে কেন্দ্র করে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জানতে পেরেছি। মঙ্গলবার রাতের মধ্যেই স্টেশন ছেড়ে পুলিশ লাইন্সে সংযুক্ত হবো আমি। যদিও এখন পর্যন্ত নতুন কাউকে আলফাডাঙ্গা থানার ওসির দ্বায়িত্ব প্রদান করা হয়নি।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে নাসিরুদ্দিনকে আটক করেছে পুলিশ।

 

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে স্ট্যান্ড রিলিজ বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো কাগজপত্র পাইনি।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক / সানি