সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 


আজ বুধবার (১৪ মে) সকালে ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজগাঁও গ্রাম থেকে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরো জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তার পরিচয় শনাক্তে কাজ চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সানি