নর্থাম্পটন টাউন কাউন্সিলের প্রথম বার্ষিক সাধারণ সভা এবং নবনিযুক্ত মেয়র কাউন্সিলর জেইন বার্চ, ডেপুটি মেয়র, কাউন্সিলর মাইক হ্যালাম ও চার ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলরসহ সকল কাউন্সিলরা তাদের দায়িত্ব ভার গ্রহণ করেন সোম বার ১২ মে বিকালে নর্থাম্পটনের গিল্ড হলে।
এ সময় অতিথি ,কাউন্সিলরসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আনন্দগন পরিবেশে নর্থম্পটন টাউন কাউন্সিলের নব নির্বাচিত মেয়র জেইন বারচও ডেপুটি মেয়র মাইক হালাম সোম বার বিকালে নর্থাম্পটনের গিল্ড হলে শপথ নেওয়ার মাধ্যমে তাদের দায়িত্ব ভার গ্রহণ করেন।মেয়র ও ডেপুটি মেয়র কে শপথ বাক্য পাঠ করান নর্থাম্পটন টাউন কাউন্সিলের ক্লাক স্টুয়ার্ট কাটার। যেইন বারচ নর্থাম্পটনের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকতা করেছেন এবং একজন স্কুল গভর্নরও ছিলেন। গিল্ডহলে অনুষ্ঠিত বার্ষিক মেয়র পদক প্রদান অনুষ্ঠানে কাউন্সিলর জেন বার্চ নর্থাম্পটনের ৭৮৫তম মেয়র নির্বাচিত হন। তার স্বামী টবি তার সহধর্মিণী।
নর্থাম্পটন টাউন কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিলর মাইক হ্যালাম এবং শ্যানন হ্যালামকে ডেপুটি মেয়র এবং ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত করেন এবং এর বার্ষিক কাউন্সিল সভা পরিচালনা করেন।
কাউন্সিলর বার্চ ২০২১ সালে নর্থাম্পটন টাউন কাউন্সিল গঠনের পর থেকে একজন টাউন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুইন্স পার্ক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০১৫ সালে নর্থাম্পটন বরো কাউন্সিল এবং ২০১৭ সালে নর্থাম্পটনশায়ার কাউন্টি কাউন্সিলে নির্বাচিত হন। তিনি অসংখ্য দাতব্য প্রতিষ্ঠানের ট্রাস্টি ছিলেন।
নর্থাম্পটন টাউন কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিলর মাইক হ্যালাম এবং শ্যানন হ্যালামকে ডেপুটি মেয়র এবং ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত করেন এবং এর বার্ষিক কাউন্সিল সভা পরিচালনা করেন।
কাউন্সিলর বার্চ ২০২১ সালে নর্থাম্পটন টাউন কাউন্সিল গঠনের পর থেকে একজন টাউন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুইন্স পার্ক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০১৫ সালে নর্থাম্পটন বরো কাউন্সিল এবং ২০১৭ সালে নর্থাম্পটনশায়ার কাউন্টি কাউন্সিলে নির্বাচিত হন। তিনি নর্থাম্পটনের বেশ কয়েকটি স্কুলে শিক্ষকতা করেন, একজন স্কুল গভর্নর ছিলেন এবং অসংখ্য দাতব্য প্রতিষ্ঠানের ট্রাস্টি ছিলেন।
দায়িত্বভার গ্রহণ করে সকলের সাথে মিলেমিশে কাজ করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিত মেয়র জেইন বারচ।
নর্থাম্পটন টাউন কাউন্সিলের এবারের নির্বাচনে ২৩ জন কাউন্সিলরের মধ্যে পনের জন লেবার পার্টি, ৯জন কনজারভেটিব পার্টি ও একজন স্বতন্ত্র থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চার জন ব্রিটিশ বাংলাদেশী রয়েছেন।
তারা হলেন- লেবার পার্টি থেকে রুপিয়া আশরাফ, এনামুল হক ও তুরন মিযা।কনজারভেটিব থেকে এক মাত্র ব্রিটিশ বাংলাদেশী নাজ ইযলাম।তিনি বিলিং একোডার ওয়ার্ড নতুন কাউন্সিলর হয়েছেন। তারা সকলেই মিলেমিশে কাজ করবেন বলে দৃঢ আশাবাদী।
সবশেষে এক ডিনার পার্টির আয়োজন করা হয়। এসময় সকলের সাথে কুশ ল বিনিময় করেন মেয়র ও ডেপুটি মেয়র।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১