বয়স মাত্র ১৭ বছর। কিন্তু এই বয়সেই জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এমনকি হত্যা মামলার ছায়া তদন্তেও উঠে আসে তার নাম।
অবশেষে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের কর্ণফুলি থানার জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম মো. সালমান মিয়া (১৭)। সে মৌলভীবাজার সদরের উত্তর মুলাইম গ্রামের আলী হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌণে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ এপ্রিল রাত পৌণে ৯টার দিকে অজ্ঞাতনামা একদল কিশোর অপরাধী মৌলভীবাজার সদর থানাধীন ভাসমান তামান্না ফুচকা ও চটপটির দোকানে বসে থাকা মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী সুজন মিয়াকে ফেলে দিয়ে তার বুকে উপর্যপরি ছুরিকাঘাত ও মারাত্মক জখম করে। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অ্যাডভোকেট সুজনের ভাই বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন (নং ১৫/ ০৮/০৪/২০২৫)।
এই মামলার তদন্তে অন্যতম প্রধান কিশোর অপরাধী হিসাবে সালমানের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়ে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও র্যাব-৭ চট্টগ্রাম শাখা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে