সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ’র অপতৎপরতা দিন দিন বেড়েই চলছে। গত কয়েকদিন ধরেই পুশইন-এ ব্যস্ত তারা। বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষীদের ধরে সিলেট সীমান্তে জড়ো করছে। তারপর সুযোগ পাওয়া মাত্রই ধরে আনা লোকদের বাংলাদেশে পুশইন করছে।

 


সর্বশেষ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে তারা। এই ১৪ জনের সবাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। এরমধ্যে ৪ জন পুরুষ, ৬জন নারী ও ৪ জন শিশু।

 

শ্রীমঙ্গলের ৪৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, আটককৃতদের পরিচয় নিশ্চিতের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে। এর আগে বুধবার (১৪ মে) ভোরের দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু ও পাল্লারতল সীমান্ত দিয়ে মোট ৪৪ জন নারী-পুরুষকে পুশইন করেছিল বিএসএফ।

 

এ নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ১১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। জিজ্ঞসাবাদে তাদের পরিচয় সনাক্ত করা হয়েছে এবং তাদের অধিকাংশই কুড়িগ্রাম ও যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলেও জানা গেছে।

 

এদিকে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে বুধবার (১৪ মে) ১৬ অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতরা দীর্ঘদিন ভারতে বিভিন্ন স্থানে বসোবাস করছিলেন। সম্প্রতি সেদেশের পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে বিএসএফ’র কাছে হস্তান্তর করে। এরপর সুযোগ মতো বিএসএফ তাদের পুশইন করলে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। 

 

তারা এসে তাদের আটক করে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তান্তর করে। এই ১৬ জনের মধ্যে ৮জন পুরুষ, ৬ জন মহিলা ও দুইজন শিশু। গত দুই দিনে শুধু মৌলভীবাজার ও সিলেট সীমান্ত দিয়েই বিএসএফ পুশইন করেছে মোট ৭৪ জনকে।

 

পুশইনের পর বিজিবির হাতে আটকদের সাথে কথা বলে এবং ভারতের আসাম-ত্রিপুরা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে বসোবাসরত বাংলা ভাষাভাষীদের ব্যাপারে সেদেশের পুলিশ ও সীমান্ত রক্ষীরা অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। তারা তাদের গ্রেফতার করে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনে তৎপর।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে/সানি