সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির গর্ব ও আশার বাতিঘর হয়ে উঠেছে দুটি উদ্ভাবনী শিক্ষার্থী দল—টিম চেঞ্জমেকার্স ও টিম সোশাল পাইওনিয়ার। গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ডে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করে তারা।
এই টিম দুটি আগামীকাল (১৭ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর অন-ক্যাম্পাস জয়ী দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে তারা।
হাল্ট প্রাইজ হচ্ছে বিশ্বের বৃহত্তম শিক্ষার্থী উদ্যোগভিত্তিক প্রতিযোগিতা, যার লক্ষ্য হলো সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী ব্যবসায়িক সমাধান খুঁজে বের করা। এটি “স্টুডেন্টস’ নোবেল” নামেও পরিচিত। প্রতিবছর ১০০টিরও বেশি দেশ থেকে লাখ লাখ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। জাতিসংঘ ও হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অন-ক্যাম্পাস রাউন্ডে টিম চেঞ্জমেকার্স তাদের প্রকল্প “ইকোন্যাপ”-এর মাধ্যমে বিচারকদের মন কেড়ে নেয়। এই উদ্যোগে কচুরিপানা থেকে বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এটি পরিবেশবান্ধব একটি সমাধান যা একদিকে যেমন জলজ আগাছা নিয়ন্ত্রণ করবে, অন্যদিকে নারীদের জন্য সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত মাসিক স্বাস্থ্যসেবার পথ প্রশস্ত করবে। শিক্ষার্থীদের এই চিন্তাশীল পরিকল্পনা সামাজিক প্রভাব ও ব্যবসায়িক সম্ভাবনার দিক থেকে প্রশংসিত হয়েছে।
অন্যদিকে, টিম সোশাল পাইওনিয়ার তাদের উদ্ভাবনী আইডিয়া “রিসাইকেল প্লাস্টিক বোতল থেকে সুতা ও কাপড় তৈরি” নিয়ে আসে। তারা দেখিয়েছে কিভাবে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশ রক্ষা ও বস্ত্রশিল্পে নতুন সম্ভাবনার সৃষ্টি করা যায়। এটি শুধু পরিবেশবান্ধব নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও লাভজনক একটি প্রকল্প।
দুটি টিমই তাদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী মনোভাব এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য প্রশংসিত হয়েছে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আশাবাদ তৈরি হয়েছে এই দুটি টিমকে ঘিরে। দেশ ও বিশ্বের মঞ্চে তারা তাদের উদ্ভাবনী চিন্তাধারা ছড়িয়ে দেবে, সফলতা বয়ে আনবে এই প্রত্যাশা সকলের।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে