বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার (স্পেশাল ইভেন্টস ও এক্সটেনশন স্কাউটিং) হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়রা রহমান সিদ্দিকা শাম্মী। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএলএম শেষ বর্ষের শিক্ষার্থী।

বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার হওয়ায় হুমায়রা রহমান সিদ্দিকা শাম্মীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। তারা আশা প্রকাশ করেন, সিলেট অঞ্চলের স্কাউটসের উন্নয়নে শাম্মী আন্তরিকতার সাথে কাজ করে যাবেন।


সম্প্রতি বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়। সেখানে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার হিসেবে  আব্দুল আজিজ, সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, যুগ্ম সম্পাদক ডা. তাহমিদ আহমদ, কোষাধ্যক্ষ মহিউছছুন্নাহ চৌধুরী নার্জিস, কাউন্সিলর প্রতিনিধি মো. এমদাদুল হক সিদ্দিকী ও খাদিজা খাতুন জয়লাভ করেন।

এই জয়ী প্যানেলের প্রথম সভা স্কাউটসের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জের লক্ষণাবন্দের অনুষ্ঠিত হয়। সভায় আঞ্চলিক স্কাউটস কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে মোট ১২ জনকে আঞ্চলিক উপকমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

তারা হলেন- বুরহান উদ্দিন আহমদ (সংগঠন ও বিধি), নির্মলচন্দ্র শর্মা (প্রশিক্ষণ ও এডাল্ট রিসোর্স), ডা. সিরাজুল ইসলাম (প্রোগ্রাম ও আন্তর্জাতিক), মোহাম্মদ মইনুল ইসলাম (প্রশাসন ও ফাউন্ডেশন), মোহাম্মদ জাহির মিয়া তালুকদার (গবেষণা ও মূল্যায়ন), ফাহিম আহমেদ চৌধুরী (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), এহসানা চৌধুরী (গার্ল ইন স্কাউটিং), মো. হিফজুর রহমান খান (জনসংযোগ ও মার্কেটিং), মোহাম্মদ মতিউর রহমান (স্ট্রেটেজিক প্লানিং ও গ্রোথ), নাজমুস নাহিদ (আইসিটি ও মেম্বারশিপ রেজিস্ট্রেশন), তাওহীদুর রহমান শাহ (মিডিয়া ও পাবলিকেশন্স) এবং হুমায়রা রহমান সিদ্দিকা শাম্মী (স্পেশাল ইভেন্টস ও এক্সটেনশন স্কাউটিং)।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে