সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সম্প্রতি দীর্ঘদিন ধরে অসুস্থ শিক্ষানুরাগী ও সমাজসেবক রাগীব আলীকে দেখতে তারই প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান।


হাসপাতালে আরিফুল হক চৌধুরী রাগীব আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং রাগীব আলীর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।



এসময় আরিফুল হক চৌধুরীর সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শুক্কুর মিয়া।


উল্লেখ্য, রাগীব আলী সিলেটের শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদান রেখেছেন। তিনি লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, গৃহনির্মাণ, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।


রাগীব আলীর দ্রুত সুস্থতা কামনা করে সিলেটবাসী ও দেশের বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি