সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সিলেট বিভাগীয় পরিচালক ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাকে এই সম্মাননা প্রদান করে।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ঢাকাস্থ পল্টন টাওয়ার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘কবি কাজী নজরুল ইসলামের কর্মময়’ জীবন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
এই অনুষ্ঠানে মো. ফখরুল ইসলামের হাতে জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
উল্লেখ্য, মো. ফখরুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জনপ্রিয় সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্মানিত পরিচালক। এছাড়া তিনি মরহুম আলহাজ কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু