প্রবাসী সিলেটবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক, অস্ট্রেলিয়ার নব গঠিত কার্যনির্বাহী কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।


জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি  জাহেদুল হক চৌধুরীর লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায়  অনুষ্ঠিত সভায় কোরআন তেলাওয়াত করেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ফায়জুল বারী জসিম।

সভায় অ্যাসোসিয়েশনকে আরো গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শামস উদ্দিন লুলু,  জয়েন্ট সেক্রেটারি আখলাকুল ইসলাম, কোষাধ‍্যক্ষ জামান সরোয়ার শিপু, অর্গানাইজেশন সেক্রেটারি মো: আব্দুস শুকুর, স্পোর্টস সেক্রেটারি আহমেদ আল কবীর, কালচারাল সেক্রেটারি দিলু সাজ্জাদ আলী, পাবলিকেশন সেক্রেটারি শাহাব উদ্দিন শিহাব।

কার্যনির্বাহী সদস্য গোলাম জাকারিয়া জাকু, মো: আব্দুস সামি চৌধুরী রুহেল, ফয়জুর রহমান চৌধুরী রাসেল, সোহেব আহমদ শাকিল, মো: শাহ আলম, মো: চুন্নাহ, হাসান আহমেদ, হাবিব উল্লাহ, এমাদ উদ্দিন চৌধুরী, আবেদ আহমেদ, আহবাব  হোসেন সুন্নাহ, কামরান হোসেন ও মোহাম্মদ সাদমান রেজা।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪