জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে থাকেনি। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এব্যাপারে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে জনপ্রতিনিধি না থাকায় জনদুর্ভোগ দিন দিন বেড়ে চলেছে। এসব প্রতিষ্ঠানে আমলা ও সরকারী কর্মচারীদের বাড়তি দায়িত্ব পালনের ফলে একদিকে সরকারী কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে, অপরদিকে জনসাধারণ কাংখিত নাগরিক সেবা থেকে বঞ্চি হচ্ছে। জনদুর্ভোগ লাঘব করতে অবিলম্বে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”
তিনি বলেন, “জুলাই-আগষ্ট আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা হলেও বিচারের কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারকর্তৃক তাদের দলের খুনীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহারকৃত সকল মামলাকে ফের সচলের উদ্যোগ নিতে হবে। জুলাই-আগষ্ট আন্দোলনের রক্তাক্ত অর্জনকে কোনভাবেই নস্যাত করতে দেয়া যাবেনা। ফ্যাসিবাদী শাসনে বিধ্বস্ত সরকার ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের বিকল্প নেই। তাই অন্তর্বর্তীকালিন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করতে হবে।”
তিনি রোরবার (১৮ মে) বিকেলে সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতি আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম, শামীম আহমদ, রফিকুল ইসলাম ও শফিকুল আলম মফিক প্রমূখ।
সমাবেশে সিলেট মহানগর আওতাধিন সকল সাংগঠনিক থানা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮