ফরিদপুরের সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে গত বছরের ৫ আগস্ট থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (১৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
থানা লুটপাট ও ভাঙচুরের মামলায় অভিযুক্তরা হলেন, শাহজাহান শেখ (৫৭), মো. সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শামীম শেখ (২১), আয়ুব ফকির (৫৩), কামাল বেপারী (২৪), মুন্না ফকির (২০), বায়েজিদ ফকির (২৫), হাফিজুল শেখ (২২), বাবলু ফকির (৫৫) ও শুকুর বেপারী (৭০)। তারা সবাই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা সদরপুর থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সদরপুর থানার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) কাজী রিপন হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট কিছু দুষ্কৃতকারী থানায় হামলার পর ভাঙচুর চালিয়ে বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক / সানি