জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নবগঠিত সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 


শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউ’য়ে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।

 

যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্য সচিব জাহেদুল ইসলাম পেশায় চিকিৎসক। আর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী।

 

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক হলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মাহবুবুর রহমান তাসলিম। মাহবুবের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় । জুলাই আন্দোলনে সিলেটে তার ভূমিকা তাৎপর্যপূর্ণ । সামনে থেকে নেতৃত্ব দেন আওয়ামীলীগ বিরোধী আন্দোলন ।

 

মাহবুব ছাত্রজীবন থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।নতুন দলে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়  মাববুব বলেন সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, দেশের মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তন সূচনা করেছেন। তারা এখন চান তরুণরা এগিয়ে আসুক। দেশ গঠনে কাজ করুক।

 


সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি / সানি