দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ফুটসাল টুর্নামেন্টের ৪র্থ আসর মাঠে গড়িয়েছে। এমইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আসরের উদ্বোধন হয়।

এবার থেকে আসরটির নামকরণ হয়েছে ‘তারেক ইসলাম মেমোরিয়াল ফুটসাল টুর্নামেন্ট’। তারেক ইসলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর আকস্মিক মৃত্যু হয়। তিনি খেলাধুলার প্রতি খুবই যত্নবান ছিলেন। এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা হিসেবে আমৃত্যু কাজ করেছেন তিনি। তারেক ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে টুর্নামেন্টটি তাঁর নামে করা হয়েছে।


আজ ‘তারেক ইসলাম মেমোরিয়াল ফুটসাল টুর্নামেন্ট সিজন-৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক চৌধুরী মোহাম্মদ মোকাম্মেল ওয়াহিদ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ,  এমইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বশীল ও সদস্যগণ এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রয়াত তারেক ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চার গুরুত্বের কথা তুলে ধরেন।

আজ বেলা ২টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়ায়। এ ম্যাচে মুখোমুখি হয় ডিপার্টমেন্ট অফ ল এন্ড জাসিটস এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ম্যাচে ডিপার্টমেন্ট অফ ল এন্ড জাস্টিস ১-০ গোলে জয়লাভ করে ।

দিনের অপর খেলায় বিবিএ উলফ টাইব্রেকারে ২-০ গোলে হারায় সিএসই বিট কিকার্স দলকে। ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল।

এদিকে, দিনের শেষ ম্যাচে ট্রিপল ই কনকোয়ারার ১-০ গোলে হারায় আইকনিক ইকো দলকে। শেষ ম্যাচে সিএসই লজিক লিজেন্ডস ১-০ গোলে জয় পায় বিবিএ ড্রাগন দলের বিপক্ষে।

এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে আছে বেস্ট কালেকশন ২, পাওয়ার্ড বাই স্পন্সর নবাব গ্রাসল্যান্ড ইনডোর এবং ফুড স্পন্সর তাওয়া ঘর।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে