সিলেট মহানগরীর শাহপরান (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ শাড়ী ও ঔষধসহ এক জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।


রবিবার (১৮ মে) বিকেল পৌণে ৪টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় অবৈধ শাড়ী ও ঔষধ উদ্বার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ তিয়াত্তর হাজার টাকা।



গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- সিলেটের জাফলং থানার গুচ্ছগ্রাম, চৈলাখেল ৩য় খন্ড-এর মো. জলাল উদ্দিনের ছেলে মো. জুবের আহমদ (১৯)।

জানা যায়, রবিবার বিকেল পৌণে ৪টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা গোয়েন্দা পুলিশ। অভিযান চলাকালে ‘মায়ের দোয়া’ নামীয় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে এক জনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি পাটের চটের বস্তায় অবৈধ ভারতীয় ৪৫ পিস শাড়ি ও ৩৭ পিস Genalb-20 ঔষধ এবং ৬ পিস Human Serum Albumin I.P.20% Albutein 20% ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ তিয়াত্তর হাজার টাকা।


সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান- সিলেট গোয়েন্দা পুলিশের অভিযানে একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে চোরাইকাজে জড়িত মো. জুবের আহমদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি পাটের চটের বস্তায় অবৈধ ভারতীয় ৪৫ পিস শাড়ি ও ৩৭ পিস Genalb-20 ঔষধ এবং ৬ পিস Human Serum Albumin I.P.20% Albutein 20% ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ তিয়াত্তর হাজার টাকা। তার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫বি(১) (বি)/ ২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাশাপাশি অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া ০৫/ এসডি-২১