মন্তুস সাওতাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তিনি গাঁজার ডিলার হিসাবে কুখ্যাত। তবে শেষ পর্যন্ত মন্তুস ধরা পড়েছেন র‌্যাবের কব্জায়।


মঙ্গলবার ( ২০ মে) দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



র‌্যাব জানায় সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার পাইকাপাড়া কাশবন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মন্তুসকে গ্রেফতার করা হয়।


এসময় তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

মন্তুস সাওতাল (২৮) হবিগঞ্জের চুনারুঘাট থানার চানপুরের পিয়ন্ত সাঁওতালের ছেলে।


তারা বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তরের কথা জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ ইকে/ এসডি-১৩