চলতি ২০২৫ সালের হজ মৌসুমে তীব্র গ্রীষ্মের মধ্যেও সৌদি আরবের ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। গত বছরের মতো এবারও প্রচণ্ড গরমে হজ পালিত হলেও, এবার গরমজনিত কারণে কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বরং এর বিপরীতে, হজ পালনের সময় পবিত্র আরাফাতে এক নারী সন্তানের জন্ম দিয়ে এই মর্যাদাপূর্ণ সফরকে আরও স্মরণীয় করে তুলেছেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, এবারের হজে গরমজনিত অসুস্থতার হার গত বছরের তুলনায় ৯০ শতাংশ কম। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে প্রচণ্ড তাপদাহে ১ হাজার ৩০০-এর বেশি মুসল্লির মৃত্যু হয়েছিল, অসুস্থ হয়েছিলেন হাজার হাজার। কিন্তু এবার কার্যকর ব্যবস্থা, আধুনিক অবকাঠামো এবং সচেতনতামূলক প্রচারণার ফলে এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি।
মন্ত্রণালয় জানায়, ছায়াযুক্ত এলাকাগুলোর পরিধি বৃদ্ধি, উন্নত কুলিং সিস্টেম, পর্যাপ্ত পানি সরবরাহ, জরুরি চিকিৎসা দল এবং স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর নিরলস প্রচেষ্টার কারণে এবার হজযাত্রীরা তুলনামূলকভাবে নিরাপদ ও স্বস্তিতে হজ পালন করতে পেরেছেন। এটি সৌদি ভিশন ২০৩০-এর স্বাস্থ্যসেবা খাতের দক্ষতা বৃদ্ধির এক বাস্তব উদাহরণ বলে উল্লেখ করা হয়েছে।
এই সফল ও শান্তিপূর্ণ হজ অভিযাত্রার মধ্যেই এক অনন্য ঘটনা ঘটে যায়। তোগো থেকে আগত এক নারী পবিত্র আরাফাতে এক সুস্থ সন্তান জন্ম দেন। বৃহস্পতিবারের এ ঘটনাটি ছিল চলতি হজ মৌসুমে প্রথম শিশুর জন্ম। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। জন্মের সময় ওই নারী ছিলেন ১০০টি দেশের ২,৪৪৩ জন হজযাত্রীর একটি বিশেষ দলের অন্তর্ভুক্ত, যারা সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির আওতায় হজে অংশ নিচ্ছেন।
চলতি বছর ৪ জুন শুরু হয়ে ৬ জুন পর্যন্ত হজ অনুষ্ঠিত হয়। সৌদির পরিসংখ্যান দফতর গাস্তাতের তথ্য অনুযায়ী, এবারে হজ করেছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি। এদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৫০ জন সৌদি নাগরিক এবং বাকি সবাই বিদেশি।
গ্রীষ্মের ভয়াবহ তাপদাহ ও অতীতের করুণ অভিজ্ঞতার পরেও এ বছর হজযাত্রীদের নিরাপদ, স্বাস্থ্যকর ও স্মরণীয় হজ পালনের সুযোগ দেওয়ায় সৌদি প্রশাসনের এই উদ্যোগকে বিশ্বজুড়ে প্রশংসা করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/সানি