ফাইল ছবি
ঈদুল আজহায় টানা ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত এই ছুটিতে থাকবেন লোকজন। পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন শহরের মানুষজন। তাই ফাঁকা সিলেট মহানগরীর রাস্তাঘাট।
রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুব কম। নেই তেমন মানুষজনও। ঈদের ছুটিতে সিলেটের রাস্তাঘাট প্রায় ফাঁকা। নেই সেই চিরচেনা ব্যস্ততা, যানজট।
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ২-৩ আগে থেকেই সিলেট ছেড়ে বাড়ি ফিরেছে মানুষ। ঈদে টানা কয়েকদিনের ছুটিতে নগর ছেড়ে যাওয়ায় সেই চিরচেনা ব্যস্ত রূপ নেই সিলেটের।
আজ ঈদের ২য় দিন নগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়- রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুবই কম। নেই তেমন মানুষজনও।
সিলেটভিউ২৪ডটকম/এসডি-১৭