ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন ২০১৬ সালে। সেবার ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল তার দল। এরপর ২০১৯ সালে দলটি জিতে নেয় উয়েফা নেশন্স লিগ শিরোপা। এরপর আরও একবার আন্তর্জাতিক শিরোপা উঁচিয়ে ধরলেন পর্তুগীজ এ মহাতারকা। গতকাল স্পেনকে হারিয়ে পর্তুগাল দ্বিতীয়বারের মত জিতে নিয়েছে নেশন্স লিগ শিরোপা।

স্পেনকে হারানোর পথে পর্তুগালের জার্সিতে বড় অবদান রেখেছেন ৪০ বছর বয়সী রোনালদো। তার গোলেই সমতায় ফেরে পর্তুগীজরা। এরপর টাইব্রেকারে স্পেনকে হারায় ৫-৩ গোলে।


এদিকে পর্তুগালের হয়ে আরও একটি শিরোপা জিতে রোনালদো বলেন, ‘কী যে আনন্দ লাগছে! প্রথমত, এই প্রজন্মের জন্য। যারা এমন একটি বড় শিরোপার যোগ্য ছিল। আমাদের পরিবারগুলোর জন্যও, এখানে আমার সন্তানরা এসেছে, আমার স্ত্রী, ভাই এবং বন্ধুরাও এসেছে।’

তিনি আরও বলেন, ‘পর্তুগালের হয়ে জেতাটা সব সময়ই বিশেষ কিছু। আমার ক্লাবের হয়ে অনেক ট্রফি আছে। কিন্তু পর্তুগালের হয়ে জয় পাওয়ার চেয়ে বড় কিছুই নেই। এই যে চোখে জল আসা, কর্তব্য পালন করা...এসবেই অনেক আনন্দ।’

জাতীয় দলের হয়ে শিরোপা জেতা সর্বোচ্চ সাফল্য জানিয়ে তিনি বলেন, ‘পর্তুগালের হয়ে কথা বলতে গেলে একটা বিশেষ অনুভূতি হয়। এই প্রজন্মের অধিনায়ক হওয়াটাও গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে একটি শিরোপা জেতা সব সময়ই সর্বোচ্চ সাফল্য।’

তিনি আরও বলেন, ‘ম্যাচের আগে গা গরমের সময়ই কিছুটা অস্বস্তি ছিল। কিছুটা সময় খারাপ লাগছিল। তবে এটা জাতীয় দলের ম্যাচ। খেলার জন্য আমার পা ভাঙতে হলে ভাঙুক। আমাকে ট্রফি জিততে হবে, খেলতে হবে, নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। কারণ এটা আমার দেশের জন্য। আমরা মানুষ অল্প, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯