সিলেটের যুবলীগ ক্যাডার রকি ও পংকির সহযোগী তারেক আহমদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পৌণে ৬টায় শাহপরাণ (রহ.) থানার ওসির নেতৃত্বে খাদিম দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তারেক শাহপরাণ থানাধীন দলইপাড়ার সুনু মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তারেক আহমদ কুখ্যাত ক্যাডার রকি ও পংকির ঘনিষ্ট সহযোগী। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় একাধিক মামলা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ