কবি

সমাধান

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান,
মুসলিম আর ও ‍‍যত জাতি।
সকলি মোরা বিবি ‌‍‍হাওয়া 
দাদা আদমের সন্তান জানি।
ধর্মের তরে মোরা ভাগ ভাগ
সবাই মানুষ মোরা তাই ‍‌‌‍এক জাতি।
ধর্মের তরে করি না হিংসা বিদ্বেষ,
মোরা করি না বাড়াবাড়ি।
এক সমাজে গাঁথা আমরা মানব জাতি,
সমাজ বদ্ধ হয়ে পৃথিবীতে সুন্দর জীবন গড়ি।
সংবাদ পত্রে যখনি দেখি,
রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের প্রস্তুতি।
হৃদয়ে জমে উঠে ব্যাথার খনি,
যুদ্ধ অস্ত্র ছাড়া ঐক্য হয়ে চলি।
প্রতি হিংসা ত্যাগ করে সমঝোতা করি।
স্বার্থের ধারা রোধ করে আলোচনায় বসি,
ক্রোধের আগুন নিভিয়ে সুন্দর সমাধান করি।