আম্মু তুমি ছিলে আমার নয়নের মনি, 
প্রাণের চেয়ে প্রিয় ছিলে যে মা তুমি। 
হৃদয ভরা ভালবাসা ছিলো মাগো তোমার, 
তাই যে সদা তোমার জন্য হৃদয কাঁদে আমার, 
তোমার ছেলে উঠতো যখন দুষ্টামিতে মেতে,
স্নেহ ভরা আদর দিয়ে ধরে রাখতে বুকে। 
ভালো কাজের আদেশ দিয়ে, 
মন্দ কাজের করতে নিষেধ। 
কল্যাণের পথ দেখিয়ে আমায় সদা করতে আদেশ। 
তোমার সেবা করতে পারিনি মাগো অধম আমি, জান্নাতুল ফেরদৌস নসিব করেন যেন খোদা এই দোয়া করি।