বলিউডের ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন তিনি একসময়ে। ইমরান হাশমির সঙ্গে আইকনিক ‘আশিক বনায়া আপনে’ গানটিতে তার অভিনয় দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। তিনি তনুশ্রী দত্ত। ছিপছিপে রোগা, সুন্দরী তনুশ্রীর ঘনিষ্ঠ দৃশ্যে কোনো আপত্তি না থাকায় তরতরিয়ে উঠেছিলেন জনপ্রিয়তার চূড়ায়।


অল্প সময়ের জন্য লাইমলাইটে থাকলেও ২০১৩ সালের পর থেকে পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তবে অভিনয়ে না দেখা গেলেও ঘুরে ফিরে আলোচনায় উঠে আসে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই গানে চুমুর দৃশ্য নিয়ে খোলামেলা আলাপকালে অভিনেত্রী বলেন, ‘পরিচালক আমাকে বলেছিল তুমি ধরে নেও ইমরান হাশমি তোমার ভাই। তোমরা খেলা করছ।’
 


তনুশ্রীর কথায়, “তখন আমি সদ্য বলিউডে পা রেখেছি। কাউকে তেমন চিনি না। কিন্তু ইমরান যে সিরিয়াল কিসার এবং নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তা জানতাম। সেই ইমরান আমার বিপরীতে, প্রথমে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। প্রথম দিনেই ‘আশিক বনায়ে আপনে’ ওই গানটির শুট হয়।”

অভিনেত্রী যোগ করেন, ‘আমার টেনশন তো আরও বেড়ে গেল। ভয়ে কথা বন্ধ হয়ে যায়। তখন ছবির পরিচালক আদিত্য দত্ত আমাকে একটা ট্রিক শিখিয়ে দেন। বলল, ইমরান যখন তোমাকে চুমু খাবে, তোমার শরীরে হাত দেবে তখন মনে মনে ভেবে নিও ইমরান আসলে তোমার ভাই। তোমরা খেলা করছ!’
 

বলে রাখা ভালো, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত হলিউড সিনেমা ‘ট্যাঙ্গল্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক আদিত্য দত্ত ২০০৫ সালে নির্মাণ করেন ‘আশিক বনায়ে আপনে’ সিনেমা। এই সিনেমায় ইমরান হাশমি-তনুশ্রী দত্ত ছাড়াও অভিনয় করেছেন সোনু সুদ, বিবেক ভাসওয়ানি, জাবিন খান, নবীন নিসকল প্রমুখ।
 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮