দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা “ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (WRO) ২০২৫”-কে সামনে রেখে একটি প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এমইউ রোবটিক্স ক্লাব (MU Robotics Club)। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন রোবটিক্স প্রশিক্ষক ও পরামর্শক ফজলে এলাহি তন্ময়, যিনি বর্তমানে রোবডেমি (Robodemy) নামক একটি প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক প্রতিষ্ঠানের চিফ টেকনোলজি অফিসার।


কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নওশাদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। উপস্থিত ছিলেন ইইই বিভাগের সিনিয়র লেকচারার ও রোবটিক্স ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল কাউসার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্সে আগ্রহ তৈরি হয়েছে এবং তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়েছে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫ আগামী নভেম্বর মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার থিম “The Future of Robots”। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তুলে ধরবে কীভাবে রোবট প্রযুক্তি ভবিষ্যতের শহর গড়ে তুলতে, মহাকাশ অন্বেষণে সহায়ক হতে এবং মানুষের দৈনন্দিন জীবনমান উন্নত করতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে